ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেসরকারি টেলিভিশনে বিটিভির দুপুরের সংবাদ সম্প্রচারের প্রয়োজন নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
বেসরকারি টেলিভিশনে বিটিভির দুপুরের সংবাদ সম্প্রচারের প্রয়োজন নেই

ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় সম্প্রচারের প্রয়োজন নেই বলে অভিমত ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রতিষ্ঠানটির মহাপরিচালককে (ডিজি) পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় সম্প্রচার করার প্রয়োজন নেই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এমন অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি অবহিত করা হলো।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ