ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে রোগীদের চিকিৎসা সেবায় কোনো ত্রুটি হচ্ছে না: পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
ঢামেকে রোগীদের চিকিৎসা সেবায় কোনো ত্রুটি হচ্ছে না: পরিচালক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের চিকিৎসা ও সেবায় কোন ত্রুটি হচ্ছে না। পর্যাপ্ত চিকিৎসক, নার্সসহ অন্যান্যরা বরাবরের মতো কাজ করে যাচ্ছে।

এছাড়া দূর-দূরান্ত থেকে হাসপাতালে আসা শুরু করেছেন রোগীরা। পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা কোটা আন্দোলনে আহত রোগীদের চিকিৎসার, সেবার কোনো ত্রুটি হচ্ছে না।

বুধবার (৭ আগস্ট) রাতে হাসপাতালে চিকিৎসা চিত্র বাংলানিউজ কাছে তুলে ধরেন ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে দূর-দূরান্ত থেকে ঢাকা মেডিকেলে হাসপাতালে রোগীরা চিকিৎসার জন্য আসছে। ঢাকা মেডিকেলে হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য নিয়ম অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্যরা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছে। এছাড়া কোটা আন্দোলনে অনেক আহত হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন। তাদেরও পর্যাপ্ত চিকিৎসা ওষুধ পত্র ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪  
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।