ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিজেপি নেতা আদবানির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, জুন ৯, ২০২৪
বিজেপি নেতা আদবানির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রবীণ নেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।  

রোববার (৯ জুন) দিল্লিতে আদবানির বাসভবনে এই বৈঠক হয়।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৈঠকে দুই নেতা তাদের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেন।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিজেপির প্রবীণ নেতা আদবানির সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী গত শনিবার (৮ জুন) নয়াদিল্লি গেছেন। আগামীকাল রোববার (১০ জুন) তিনি ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।