ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কলেজকক্ষে মিলল ৩ ব্যাগভর্তি ‘ককটেল’, বোমা নিষ্ক্রিয় দলকে খবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মে ২৬, ২০২৪
কলেজকক্ষে মিলল ৩ ব্যাগভর্তি ‘ককটেল’, বোমা নিষ্ক্রিয় দলকে খবর

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় মুলাদী সরকারি কলেজের কলেজের পরিত্যক্ত কক্ষে তিনটি ব্যাগ ভর্তি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে।

রোববার (২৬ মে) বিকেলে ব্যাগ তিনটি পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

তিনি বলেন, কলেজের পরিত্যক্ত ভবনে তিনটি ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তাদের জানায় কর্তৃপক্ষ। তারা গিয়ে তিনটি ব্যাগ ভর্তি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়েছেন। তাই বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে তারা এসে এগুলো উদ্ধার করবেন। আপাতত ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  

মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন বলেন, বোমা সাদৃশ্য বস্তুর ঘটনা লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ জায়গাটিকে ব্যারিকেড দিয়ে রেখেছেন। তবে এঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এমএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।