ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তরুণকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ২৬, ২০২৪
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তরুণকে পুলিশে সোপর্দ

বরিশাল: বরিশালের উজিরপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সুমন গোমস্তা নামের এক তরুণকে বাড়ির বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানিয়েছেন , রোববার সকালে ওই তরুণকে সোপর্দ করা হয়।

আটক সুমন গোমস্তা (২০) উপজেলা গড়িয়াগাভা গ্রামের ফারুক গোমস্তার ছেলে।

স্বজনদের বরাতে ওসি জাফর আহমেদ বলেন, সকালে সুমন ৬ বছর বয়সী শিশু কন্যাকে ফুসলিয়ে নিজ ঘরে নেয়। পরে তাকে ধর্ষণ চেষ্টায় যৌন নিপীড়ন করে। বিষয়টি শিশুর বাবা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। বাড়ির লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা হচ্ছে। শিশুকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এমএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।