ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় বৃষ্টি-দমকা হাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় বৃষ্টি-দমকা হাওয়া

খুলনা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। রোববার (২৬ মে) দুপুর থেকে জেলার বটিয়াঘাটা, দাকোপ, কয়রা, পাইকগাছায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

খুলনার উপকূলের নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। দমকা হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও বাড়ছে। এতে উপকূলের মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অবিরাম মাইকিং করা হচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। খুলনায় ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়েছে। সন্ধ্যায় যখন ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে তখন বৃষ্টিপাত ও বাতাসের বেগ আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।