ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২৫, ২০২৪
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডা বটতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ (২০) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে বটতলা এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় মাসুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদকে হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই মাজেদুল ইসলাম ও ঠিকাদার মো. টিটু জানান, বটতলা এলাকার নির্মাণাধীন ৮তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করেন তারা। দুপুরে ভবনটির দ্বিতীয়তলায় কাটার মেশিন দিয়ে রড কাটছিলেন মাসুদ। এ সময় মেশিনটির লিক হওয়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

অচেতন অবস্থায় মাসুদকে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান তারা।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্বজনরা জানান, নিহত মাসুদের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম থানার মমিনপুর জোংরা গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। তিনি নির্মাণাধীন ওই ভবনটিতেই থাকতেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।