ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাতাসের আর্দ্রতা বেশি থাকায় বরিশালে ভ্যাপসা গরম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ২৩, ২০২৪
বাতাসের আর্দ্রতা বেশি থাকায় বরিশালে ভ্যাপসা গরম

বরিশাল: বাতাসের আর্দ্রতা বেশি থাকায় বরিশালে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

সঙ্গে বাতাসের আর্দ্রতা রয়েছে ৬৮ শতাংশ।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সোহেল রানা জানান, বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অসহনীয় গরম বইছে। তবে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বড় ধরনের ঝড়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।

এদিকে গেল দিনেও বরিশালে কিছুটা বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টির মধ্যেও গরম কমেনি। এজন্য রাতের বেলায় ঘুমাতে বেগ পেতে হয়। এমনি করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরমের কারণে কাজে নামলেও বিরতি দিতে হয়। সব মিলিয়ে স্বাভাবিক জীবনে ছেদ পড়ছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।