ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাকিব আল হাসানকে দেখতে এসে স্কুলছাত্র বিদ্যুতায়িত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ৭, ২০২৪
সাকিব আল হাসানকে দেখতে এসে স্কুলছাত্র বিদ্যুতায়িত

কুমিল্লা: কুমিল্লায় ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে নীরব (১৪) নামেন এক স্কুলছাত্র।  মঙ্গলবার (৭ মে) বিকেল ৩টায় চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে।

আহত কিশোর ধোড়করা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে চৌদ্দগ্রামের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।  

স্থানীয় সূত্র জানা গেছে, আজ ধোড়করা বাজারে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টারে করে চৌদ্দগ্রামে পৌঁছান। সাকিব আসার ঘণ্টাখানেক আগেই ধোড়করা বাজারে লোকজন ভিড় করেন। এ সময় আবদুল মালেক টাওয়ারের পল্লী বিদ্যুতের এলোমেলো তারের জঞ্জালে আটকে বিদ্যুতায়িত হয় নীরব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনার পর সাকিব আল হাসান ঘটনাস্থলে এসে শো-রুম উদ্বোধন করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। অন্য উৎসুক জনতার মতোই সে সাকিবকে দেখতে যায়। এরপর তারে জড়িয়ে দুর্ঘটনায় পতিত হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।