ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে কাপড়ের মার্কেটে আগুনে তিন দোকানে ৮ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ৪, ২০২৪
নারায়ণগঞ্জে কাপড়ের মার্কেটে আগুনে তিন দোকানে ৮ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকার রেলওয়ে সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে।  

বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাত পৌনে ১২টায় আগুনের এ ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে তিনটি কাপড়ের দোকান পুড়ে গেছে। দোকান মালিকদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস বলছে, আগুনে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন বলেন, আগুনে ওমর ফারুক ফেব্রিক্স, সোহেল ট্রেডার্স ও আনিস ফেব্রিক্স নামের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে সেমিপাকা তিন দোকানে বিভিন্ন ধরনের ফেব্রিক্সের তৈরি কাপড়, মেশিন ও গোডাউন পুড়ে যাওয়ায় আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্ণিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মে ৪, ২০২৪
এমআরপি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।