ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে বাসচাপায় হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ২, ২০২৪
বরিশালে বাসচাপায় হেলপার নিহত ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের নথুল্লাহবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্রেক ফেল করা বাসের চাপায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানিয়েছেন।

নিহত মোহাম্মদ জিহাদ (২৬) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহন বাসের হেলপার ছিলেন তিনি।

পরিদর্শক লোকমান হোসেন জানান, টার্মিনালে থামানো সৌখিন পরিবহন বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন জিহাদ। এ সময় অভ্যন্তরীণ জোহান পরিবহনের একটি বাস প্রথমে পেছনে যায়। পরে সামনে আসার সময় ব্রেক ফেল করে জিহাদকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ০২, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।