ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৪ হাজার পরিবার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৪ হাজার পরিবার

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদুল ফিতর উপলক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের হাত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে চাল তুলে দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ।

চাল বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, হানিফ চৌধুরী, নারী কাউন্সিলর তানিয়া আক্তার, ব্যবসায়ী ফয়সল আহমেদ ও মো. কুতুব উদ্দিন প্রমুখ।

শ্রীমঙ্গল পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট চার হাজার ৬২১ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।