ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাজেকে পণ্যবোঝাই মাহিন্দ্র খাদে, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
সাজেকে পণ্যবোঝাই মাহিন্দ্র খাদে, চালক নিহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পণ্যবাহী মাহিন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে চালক নিহত হয়েছেন।  

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম - মো. চাঁন মিয়া (৩৫)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিক নগর এলাকার তৈয়ব আলীর ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে খাগড়াছড়ি থেকে পণ্যবোঝাই করে  সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় একটি বেসরকারি কোম্পানির  মাহিন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িতে থাকা কোম্পানির ২ জন প্রতিনিধি লাফ দিয়ে বাঁচতে পারলেও গাড়িসহ চালক পাহাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চালকের মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।