ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ছোটদের ঝগড়া মীমাংসা সালিশ বৈঠকে মারামারি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, মার্চ ৭, ২০২৪
ছোটদের ঝগড়া মীমাংসা সালিশ বৈঠকে মারামারি, নিহত ১

হবিগঞ্জ: জেলায় ছোটদের ঝগড়া মীমাংসা জন্য ডাকা সালিশ বৈঠকে দুইপক্ষের মারামারিতে সোবহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ মার্চ) বেলা ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে দুইপক্ষের ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এতে আহত হন সোবহান।

পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সোবহানকে মৃত ঘোষণা করেন। তিনি বামকান্দির পাশে ধল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার (০৬ মার্চ) রাতে স্থানীয় একটি মাজারে ওরশ চলাকালে কয়েকটি ছেলের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়া মীমাংসা জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় মুরুব্বিরা সালিশ বৈঠকে বসেন। এ সময় দুইদিক থেকে দুইপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে আহত হলে সোবহান মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে জানান, ওরশের ছোটদের ঝগড়া মীমাংসা সালিশ বৈঠকে মারামারি হয়েছে। এতে ছোবহান মিয়া পায়ে আঘাত পেয়েছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।