ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
মোরেলগঞ্জে ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে তার সঙ্গে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৫ ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনতাইয়ের কবলে পড়া মিলন কর্মকার মোরেলগঞ্জ উপজেলা সদরের নিলয় জুয়েলার্সের মালিক।

তিনি বলেন, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলাম। বাসার ২০০ গজ আগে রাস্তার ওপর তিনজনের ছিনতাইকারী দল আমার ওপর হামলা চালায়। এ সময় তারা আমাকে মারধর করে সঙ্গে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে যায়।  

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহজাহান আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।