ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
চাঁদপুরে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মো. নিরব (৩৪), মো. সবুজ (৩২), মো. জাফর (৪২) ও মো. মাঈন উদ্দিন (৪১)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে উপ-পরিদর্শক (এসআই) মঈনুল হোসেনসহ একটি দল। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা লাল রংয়ের মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম ১ লাখ টাকা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানান, তারা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর নিয়ে আসেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জেলাকে মাদকমুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।