ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে সেচ পাম্প রাতে চালানোর অনুরোধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
বিদ্যুৎ সাশ্রয়ে সেচ পাম্প রাতে চালানোর অনুরোধ

ঢাকা: চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সাশ্রয়ে কৃষকদের অফ-পিক আওয়ারে (রাত ১১টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত) সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে জানানো হয়, চলতি মৌসুমে কৃষকদের রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এখনও শীত ঠিকমতো শেষ হওয়ার আগেই এমন পরিস্থিতি অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই মূলত মন্ত্রণালয় থেকে কৃষকদের এই ৮ ঘণ্টা সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: বাসস

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।