ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্ত্রীকে হত্যার পর হাসপাতালে লাশ রেখে পলাতক ‘স্বামী’ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
স্ত্রীকে হত্যার পর হাসপাতালে লাশ রেখে পলাতক ‘স্বামী’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর হাসপাতালে লাশ রেখে পলাতক ‘স্বামী’ শাওন ওরফে ফরহাদ ওরফে শাকিলকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১’র সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া।

এর আগে সকালে শাওনকে ফতুল্লার কুতুবআইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, শ্বাসরোধে হত্যার স্বীকার তরুণীর না, তাসনিম (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার রানিদিয়া গ্রামের সায়েদ মিয়ার মেয়ে। মাসদাইরের আমানা গার্মেন্টসে চাকরি করতেন তাসনিম।

শাকিল ওরফে শাওন ওরফে ফরহাদ পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া কমলার দিঘীর পশ্চিম পাড়ের বাসিন্দা। তার বাবার নাম ফরিদ গাজী।

গত ১ জানুয়ারি তাসনিমকে নিয়ে ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগে আসেন শাওন। এ সময় তাসনিম নিথর ছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে সুযোগ বুঝে শাওন হাসপাতাল থেকে পালিয়ে যান। চিকিৎসকের ধারণা, তাসনিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, কয়েকমাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত আমানা গার্মেন্টসে কাজ নেন শাওন ও তাসনিম। গার্মেন্টসের পাশেই একটি বাড়িতে তারা দুজন ভাড়া থাকতেন।

হাসপাতাল থেকে সংবাদ পেয়ে সদস্যরা তাসনিমের মরদেহ উদ্ধার করেছে। নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে শাওনকে গ্রেপ্তার করা হয়। এর আগ পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।