ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসার তালা ভেঙে স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকা চুরি, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
বাসার তালা ভেঙে স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকা চুরি, মামলা

যশোর: যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার একটি বাসার তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।  

এ ঘটনায় বাড়ি মালিক ফখরুদ্দীন অজ্ঞাতনামাদের আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলার বিবরণে বাড়ির মালিক জানান, পুলিশ লাইন টালিখোলার ঋষিপাড়ায় তার নিজস্ব বাড়ি। ২০২৩ সালের ২৩ অক্টোবর শহরের সোনালী ব্যাংক গরিব শাহ শাখায় তার স্ত্রী আফরোজা সুলতানার অ্যাকাউন্ট থেকে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পাশাপাশি বাসায় আরও ৭৮ হাজার টাকা ছিল। মোট দুই লাখ ২৮ হাজার টাকা ঘরে ছিল। ২৬ ডিসেম্বর বাদীর এক আত্মীয়ের মৃত্যুতে ঘরে তালাবদ্ধ করে সপরিবার গ্রামের বাড়িতে যান। গত ১০ জানুয়ারি সকালে বাদীর শ্বশুর মোবাইল ফোনে কল করে জানান তার বাসা চুরি হয়েছে। বাসায় ফিরে এসে দেখেন ঘরে থাকা দুই লাখ ২৮ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, কাপড় ও অন্যান্য মালামালসহ ১০ লাখ এক হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।