ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
নওগাঁয় শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ

নওগাঁ: জেলার রাণীনগরে গরিব ও দুঃস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীন ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে সেখানের শীতার্তদের মধ্যে ৪০০টি কম্বল বিতরণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের নির্দেশনায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহমুদুজ্জামান, পিএসসি। স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।