ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন

সিরাজগঞ্জ: বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং গাড়ির ভেতরে অবশিষ্ট মালামাল উদ্ধার করে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, নবগ্রাম করতোয়া কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যানে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছাই। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনে সামনের কেবিনটা পুড়ে গেছে। এছাড়া ভেতরে কিছু মালামাল পুড়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওদুদ জানান, কাভার্ডভ্যানে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।