ঢাকা, রবিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সংঘর্ষে ৪ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
ঝিনাইদহে সংঘর্ষে ৪ জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়া এলাকায় কথা কাটাকাটির জেরে সংঘর্ষে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি ও যুবলীগ কর্মীসহ ৪ জন জখম হয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি হাফিজুর রহমান পলাশ, ট্যাংকিপাড়া এলাকার যুবলীগ কর্মী মো. বাদল, কালু হোসেন এবং আলিফ। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ৩ নং পানির ট্যাংকিপাড়া এলাকায় বসে ছিলেন স্বেচ্ছাসেবক দল সভাপতি হাফিজুর রহমান পলাশ। এ সময় ওই স্থানে যুবলীগকর্মী  বাদলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এতে ৪ জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করেন।

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।