ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএসএমএমইউতে জেলহত্যা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
বিএসএমএমইউতে জেলহত্যা দিবস পালিত

ঢাকা: জেলা হত্যা দিবসে উপলক্ষে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

শনিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতার স্মৃতির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শহীদ জাতীয় চার মহান নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, তাদের উচিত নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও জাতীয় চার নেতার ভূমিকা জানানো। প্রয়োজনে গল্পের মতো করে শিশুদেরও এসব ঐতিহাসিক বিষয় বলতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করতেন বলেই জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বর্তমানেও সেই একই খুনি চক্র দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। হরতাল, অবরোধের নামে ধ্বংসলীলা শুরু করছে। পুলিশ সদস্যদের পর্যন্ত তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। হরতাল অবরোধের নামে যারা দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, জ্বালাও পোড়াও করছে, মানুষের জীবনের ওপর আঘাত হানছে তাদের রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে।

এ কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজসহ শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।