ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অবরোধ: পরিস্থিতি দেখতে মাঠে ডিসি-এসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, নভেম্বর ২, ২০২৩
খাগড়াছড়িতে অবরোধ: পরিস্থিতি দেখতে মাঠে ডিসি-এসপি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিএনপির ডাকা চলমান অবরোধ পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তারা।

পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আমরা পর্যবেক্ষণে নেমেছি। জেলার কোথাও অবরোধের প্রভাব পড়েনি। অবরোধেও পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে প্রশাসনের সতর্ক অবস্থা ছিল। জেলাজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ কারণে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি।

এদিকে অবরোধের শেষ দিনে জেলাজুড়ে যান চলাচলের সংখ্যা বেড়েছে। অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। এছাড়া জেলার বিভিন্ন স্থানে বিএনপির অফিস ভাঙচুর, মারধর ও পুলিশি হয়রানির অভিযোগ করেছে জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।