ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অবরোধের প্রভাব পড়েনি নেত্রকোনায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
অবরোধের প্রভাব পড়েনি নেত্রকোনায়

নেত্রকোনা: তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে হরতালের পর অবরোধে তেমন কোনো প্রভাব পড়েনি নেত্রকোনায়।

জেলা শহরে কিছু কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও দূরপাল্লার বাস ছিল কিছুটা কম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধবিরোধী আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকলেও বিএনপি-জামায়েতের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।  

জানা গেছে, নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক সদস্য মাঠে অবস্থান করছেন। এখন পর্যন্ত নেত্রকোনায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।