ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, অক্টোবর ৬, ২০২৩
চাঁদপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারের দুটি গোডাউনে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। যার বর্তমান বাজার মূল্য সাড়ে ১০ কোটি টাকা।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীন বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক হাইমচর উপজেলার চর ভৈরবী বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি কারেন্ট জালের গোডাউন থেকে আনুমানিক ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।  

এ অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।  

বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।