ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘূর্ণিঝড়: সালথায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের পাশে এমপি লাবু চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
ঘূর্ণিঝড়: সালথায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের পাশে এমপি লাবু চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা তুলে দিচ্ছে এমপি লাবু চৌধুরী

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের পাশে দাঁড়ালেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।  

সংসদ সদস্যর নিজ তহবিল থেকে শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে সোনাতুন্দী গ্রামের ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের  প্রত্যেককে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ ও ২ কেজি লবণ দেওয়া হয়।

 

এ সময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার, বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে সালথার সোনাতুন্দী গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ২১টি বসতঘর লন্ডভন্ড ও অসংখ্য গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।