ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ হাজার ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২৩
বরিশালে ২ হাজার ইয়াবাসহ নারী আটক

বরিশাল: বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩ ইয়াবাসহ সালমা (৪১) নামে এক নারী যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

আটক সালমা পটুয়াখালী জেলার মহিপুর থানার ধুলাশার ইউনিয়নের চর চাপলি এলাকার কাশেম মিয়ার স্ত্রী।

এনায়েত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজের পাশে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী যমুনা লাইন পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের দ্বিতীয় সারির সিটের যাত্রী ছিলেন আটক সামলা। তার সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ২ হাজার ৩ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মু. আ. মজিদ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এমএস/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।