ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় গুলি করা ভাইরাল সেই যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, জুন ১৫, ২০২৩
ফতুল্লায় গুলি করা ভাইরাল সেই যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই যুবক সোহানকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

বুধবার (১৪ জুন) রাতে ফতুল্লার পাগলা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহান ফতুল্লা থানার পাগলা বৌ বাজার এলাকার জাহাঙ্গীরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শত্রুতার জেরে পরিকল্পনা অনুযায়ী বুধবার রাত সাড়ে ৭টার দিকে পাগলা বৌ বাজার পাঁচ তলা সংলগ্ন জয়নালের গ্যারেজে ডেকে নিয়ে সোহান ও তার দুই বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন গ্যারেজ মালিক জয়নাল, তার ছেলেসহ সঙ্গে থাকা সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে সোহানের পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সোহানের মৃত্যু হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ন।

২০১৯ সালে নভেম্বর মাসে ৮-১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সোহান নামের এক যুবক উপরের দিকে গুলি ছুড়ছে। সে সময় প্রথমে এক গণমাধ্যমকর্মী তার ব্যক্তিগত আইডিতে ভিডিওটি পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।