ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাবার কবর দখল নিতে দুই ভাইয়ের দ্বন্দ্ব, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জুন ৪, ২০২৩
বাবার কবর দখল নিতে দুই ভাইয়ের দ্বন্দ্ব, আহত ৩

মেহেরপুর: বাবার কবর নিজ সীমানায় রাখতে দুই ভায়ের মধ্যে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

রোববার (৪ জুন) দুপুরে গাংনী উপজেলার ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল জলিল (৬৫) স্ত্রী পারুলা খাতুন (৫৭) ও ছেলে পারভেজ হোসেন (৩০)।
আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত পারভেজ জানান, দাদা ও দাদির কবর আমাদের জমির মধ্যে আছে। আমার চাচা দাদা দাদির কবরটি নিজেদের দখলে নিতে চায়। আমরা দাদা ও দাদির কবরটি আমাদের ভাগে রেখে তাদের অন্য জমি দিতে চাইলে তারাও কবর তাদের মধ্যে রাখতে চায়। এনিয়ে চাচা আহারুলের সঙ্গে আমার বাবা আব্দুল জলিলের বাকবিতণ্ডার এক পর্যায়ে আমার চাচা আহারুল ও তার ছেলে রিপন হোসেন আমার ওপর হামলা চালায়। তারা ইট ও কোদাল দিয়ে আমাদের তিনজনকে মারধর করে চলে যায়।

এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎক ফারুক হোসেন জানান, আহত আব্দুল জলিলের মাথায় সেলাই হয়েছে এবং বাকীদের শরীরে ফোলা জখম হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।