ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, বেঁচে গেলেন যাত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, মে ২৮, ২০২৩
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, বেঁচে গেলেন যাত্রীরা

খুলনা: খুলনায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন প্রাইভেটকারে থাকা তিন যাত্রী।

যাত্রীরা হলেন- রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা মোজাম্মেল পাশা (৪০), তার ছেলে জুবায়ের (১৪) এবং গাড়িচালক।

রোববার (২৮ মে) বিকেলে খুলনার ফুলতলা পথেরবাজার রেলক্রসিং অতিক্রমের সময় সাগরদাঁড়ি এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

খুলনা জিআরপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ বলেন, ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি লাইন থেকে ছিটকে পড়ে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

অবৈধভাবে তৈরি হওয়া এ ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি লাইনে ওঠার পরপরই বিকল হয়ে যায়। পরে দ্রুতগামী ট্রেনটি প্রাইভেটকারে ধাক্কা দিলে ছিটকে দূরে চলে যায়। এসময় প্রাইভেটকারের চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা আশংকামুক্ত।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এমআরএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।