ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নানার সঙ্গে বাজারে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ২৮, ২০২৩
নানার সঙ্গে বাজারে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাতির মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জে নানার সঙ্গে বাজারে গিয়ে সড়ক দুর্ঘটনায় জিম বাবু (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জীরনগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জিম শনিবার (২৭ মে) উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। রোববার সকালে বাজার করার উদ্দেশে নানার সঙ্গে জীরনগাছা বাজারে গিয়েছিল সে। সেখান থেকে বাজার শেষে বাইসাইকেলযোগে নানা বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে জিম। এসময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এ সময় স্থানীয়রা বালি বোঝায় ট্রলিটি ভাঙচুর করে এবং ট্রলির হেলপারকে আটকে রেখে থানায় খবর দেয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।