ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নগরকান্দায় সেলাই মেশিন পেলেন আশ্রয়ণের ৪১ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
নগরকান্দায় সেলাই মেশিন পেলেন আশ্রয়ণের ৪১ পরিবার

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের অনগ্রসর, অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ শেষে ৪১টি পরিবারকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। নগরকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এই সেলাই মেশিন দেওয়া হয।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (২৬ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।