ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধান কাটার মেশিনের নিচে প্রাণ গেল ৫ শিয়ালের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
ধান কাটার মেশিনের নিচে প্রাণ গেল ৫ শিয়ালের

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ধান কাটার মেশিনে কাটা পড়ে পাঁচটি শিয়ালের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তর হবিগঞ্জের কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী এ তথ্য জানান।

এর আগে বুধবার (১০ মে) দুপুরে মাধবপুর উপজেলার সাতপাড়া গ্রামের হাওরে এসব শিয়ালের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ধানক্ষেতের ভেতরে ১০টি শিয়াল লুকিয়েছিল। চারদিকে ধান কাটতে থাকলে শিয়ালগুলো জমির মধ্যবর্তী স্থানে অবস্থান নেয়।

পরে মেশিনটি জমির মাঝখানে গেলে ৫টি শিয়াল দৌড়ে পালিয়ে যায়। বাকি ৫টি মেশিনের নিচে কাটা পড়ে মারা যায়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ব্যাপক পরিমাণে আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় শিয়াল এখন বিপন্ন প্রাণী। শিয়ালগুলো ধানক্ষেতে লুকিয়ে ছিল। ইচ্ছাকৃতভাবে প্রাণীগুলোকে মারা হয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।