ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়াই কাল হলো ৩ বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ৪, ২০২৩
ঈদের ছুটিতে বাড়িতে যাওয়াই কাল হলো ৩ বন্ধুর নিহত রানা ও আহাদ (ডানে)

নরসিংদী: তিন বন্ধু, একই সঙ্গে চাকরি করেন ঢাকায়। ঈদের ছুটিতে বাড়িতে আসাই কাল হলো তাদের।

বজ্রপাতে মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজনের। আর বজ্রাহত হয়েছেন আরেক বন্ধু।  

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)।  

আহত শিমন মিয়া (২০) একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

এ তিন বন্ধু ঢাকায় একটি শপিং ব্যাগ তৈরির কারখানায় চাকরি করতেন।  

নিহত রানার বড় ভাই রুবেল মিয়া বলেন, আহাদ, রানা ও শিমন তিনজনই বন্ধু। চাকরিও করে একই কারখানায়। এবার ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। দুপুরে বন্ধুরা ঝালমুড়ি খাওয়ার জন্য স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল। এসময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে আমগাছের নিচে বসে তারা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, তাদের ওপরই বাজ পড়ে। এতে তারা তিনজনই বজ্রাহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আহাদ ও রানাকে মৃত ঘোষণা করেন। পরে শিমনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।  

উত্তর বাখন নগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিুবুর রহমান বলেন,খবর পেয়ে সঙ্গে সঙ্গে নিহতদের বাড়িতে ছুটে গিয়েছি।  

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন,আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।