ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ২ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মার্চ ২৮, ২০২৩
ফরিদপুরে ২ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক আটক নুরুল ইসলাম মোল্যা

ফরিদপুর: ফরিদপুরে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নুরুল ইসলাম মোল্যা (৫৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নুরুলকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

আটক নুরুল ইসলাম ওই এলাকার মৃত জব্বার মোল্যার ছেলে।  

সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ ওই মাদকবিক্রেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে ফরিদপুর জেলা সদরের কেশবনগর এলাকা থেকে নুরুলকে আটক করা হয়।  
ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।