ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে কর্মসূচি পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, মার্চ ১৩, ২০২৩
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে কর্মসূচি পালন

বরিশাল: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করার পাশাপাশি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখা।  

সারাদেশের সঙ্গে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ মার্চ) বেলা ১১টায় নগরীর সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধন শেষে তারা মিছিলসহ তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দেন।  

বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি শফিকুর রহমান, অঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুর আলম আসাদ, উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর প্রমুখ।

মানববন্ধন-সমাবেশে বরিশাল জেলার বানারীপাড়া, আগৈলঝাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষকরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।