ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রেমে প্রতারিত হয়ে ফাঁস দিলেন কলেজছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, মার্চ ৯, ২০২৩
প্রেমে প্রতারিত হয়ে ফাঁস দিলেন কলেজছাত্রী ফাইল ফটো

গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রেমে প্রতারিত হয়ে এক কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।  

বুধবার (৮মার্চ) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপ‌জেলার পাইককান্দি ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রীর নাম নাবিলা আফরিন (১৮)।  

তিনি গোপালগঞ্জ শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকা‌রি মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।

কলেজছাত্রীর মামা জামাল শেখ বলেন, নাবিলা আফরিন ঘোড়াদাইড় গ্রামের নুরুল ইসলামের মেয়ে। আমার ভাগনির সঙ্গে কেকানিয়া গ্রামের রফিক তালুকদারের ছেলে ইস্রাফিল তালুকদারের (২৫) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের প্রেমে ভাটা পড়লে ভাগনি তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ইস্রাফিল বিয়ে করতে অস্বীকার করলে সে ক্ষুব্ধ হয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  বৃহস্প‌তিবার (৯ মার্চ) সকালে পু‌লিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠা‌য়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।