ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ, থানায় জিডি

ঢাকা: ঢাকায় মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির রিস্তার খোঁজ পাচ্ছে না তার পরিবার। রোববার বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি।

ওই কর্মকর্তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থানায় জিডি করেন প্রকৌশলী শাহরিয়ার কবিরের মা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বলেন, গতকাল বিকেলে কাজ শেষ করে আর বাসায় ফেরেননি প্রকৌশলী শাহরিয়ার কবির। এ ঘটনায় তার মা তুরাগ থানায় জিডি করেছেন। তিনি প্রকল্পের ইলেক্ট্রনিক বিভাগে কাজ করতেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক শাহ একরামুল বলেন, জিডি হয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩  
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।