ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে: বাণিজ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে। মোবাইল ফোনে মানুষ ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সুবিধা গ্রহণ করছেন।

পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়, গ্রাম হয়ে উঠেছে শহর। মোবাইল ফোন সেক্টরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। ফোন সেটের সিংহভাগ এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকায় শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক স্লোগান নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত এক সেমিনারে যোগ দেন মন্ত্রী। ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানেই কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিটিআরসি’র চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর শিকদার।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে সরকার মোবাইল সেক্টরকে বিভিন্ন ধরনের সুবিধা নিশ্চিত করেছে। সরকার ডিজিটাল সেবা গ্রহণ সহজলভ্য করেছে। তারপরও বিদেশ থেকে বৈধ ও অবৈধ পথে মোবাইল ফোন সেট বাংলাদেশে প্রবেশ করছে। এটা বন্ধ হওয়া দরকার।

আমাদের নিজস্ব শিল্পকে সুরক্ষা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের মোবাইল সেট উৎপাদনের ব্র্যান্ডিং ও সুরক্ষা নিশ্চিত হওয়া দরকার। সরকার মোবাইল সহজলভ্য করতে দেশের ১৫টি প্রতিষ্ঠানকে ফোন সেট তৈরির লাইসেন্স দিয়েছে। অনেক দক্ষ জনবল এগুলোয় কাজ করছে। আমাদের উন্নতমানের মোবাইল ফোন তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে হবে। সে সক্ষমতা আমাদের আছে। আমাদের প্রযুক্তি আছে, সফটওয়্যার আছে, দক্ষ জনবল আছে। এ সেক্টরে আমাদের রপ্তানির উজ্জ্বল সম্ভবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

টিপু মুনশি বলেন, আমাদের ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য পর্যাপ্ত উৎপাদিত হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে এগুলো বিদেশেও রপ্তানি হচ্ছে। অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আমাদের তৈরি পোশাক খাত বর্তমান অবস্থানে। বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আইসিটি সেক্টরও আমাদের খুবই সম্ভাবনাময় খাত। আমাদের সফটওয়্যার বিদেশে রপ্তানি হচ্ছে। এর পরিমাণও অনেক বাড়ানো সম্ভব। শিল্প-বান্ধব নীতি এ শিল্পকে এগিয়ে নিতে পারে অনেক দূর। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বাংলাদেশ সে পথেই এগিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি বৃদ্ধির সবগুলো সেক্টরকে আন্তরিকতার সাথে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

মেইড ইন বাংলাদেশ (এমআইবি) আলোচ্য বিষয়ে সেমিনারে বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন। সেমিনারে আলোচনায় অংশ নেন স্পেকট্রাম ম্যানেজমেন্টের পিএসসি সিগন্যাল্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ (অব.), রিভ গ্রুপের গ্রুপ সিইও এম রেজাউল হাসান, এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ ও ওয়ালটনের নির্বাহী পরিচালক অভিনেতা আজিজুল হাকিম।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে আয়োজিত বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স-২০২২-২০২৩ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।