ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

চামড়া শিল্পনগরী পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
চামড়া শিল্পনগরী পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরী (ট্যানারি) ও সিইটিপি পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।  

শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হেমায়েতপুরে ঋষিপাড়া এলাকায় আসেন তিনি।

এ সময় বিসিক চামড়া শিল্পনগরী (ট্যানারি) ও সিইটিপি সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন করে ট্যানারির জন্য ২০০ একর জায়গা অধিকরণ করা হবে। এছাড়া ট্যানারির আশপাশে অবৈধ আড়ত উচ্ছেদ ও নদী দূষণ রোধে নজর রাখা হবে।

পরে ট্যানারির প্রধান ফটক থেকে পায়ে হেটে সিইটিপিতে যান। সিইটিপি পরিদর্শন শেষে তিনি বেলা ১টার দিকে ঢাকার উদ্দেশ্য রওনা দেন।

পরির্দশনকালে তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব, ঢাকা জেলা প্রশাসক, বিসিকের পরিচালক মো. জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. জিয়াউল হক, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামসহ ট্যানারির সব মালিকেরা।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।