ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল রেলওয়ের ইলেকট্রিশিয়ানের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল রেলওয়ের ইলেকট্রিশিয়ানের

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের রেললাইনে ট্রেনে কাটা পড়ে কামরুজ্জামান খোকন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লালমনিরহাটে রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন।

 

বুধবার (২১ডিসেম্বর) ভোর ৬টার দিকে বিমানবন্দর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।  

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, আজ ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেনে করে ঢাকা আসেন কামরুজ্জামান খোকন। পরে আবার কমলাপুর যাওয়ার জন্য চলন্ত অবস্থায় ওই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে তার প্রাণ যায়।

তিনি আরও জানান, মৃত যুবক লালমনিরহাটে রেলওয়ের ইলেক্ট্রিশিয়ান ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই রেলওয়ে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।