ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

মানবাধিকার সনদ মেনে চলার তাগিদ জাতিসংঘের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৬, ডিসেম্বর ৭, ২০২২
মানবাধিকার সনদ মেনে চলার তাগিদ জাতিসংঘের গোয়েন লুইস

ঢাকা: বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষার তাগিদ দিয়েছে জাতিসংঘ।

আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এক বিবৃতিতে এই তাগিদ দেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আগামী বছর জাতীয় নির্বাচন হবে। তবে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশকে তার ওই প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ