ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় হানাদারমুক্ত দিবসে মোমবাতি প্রজ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
মাগুরায় হানাদারমুক্ত দিবসে মোমবাতি প্রজ্বলন

মাগুরা: মাগুরায় ০৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উপলক্ষে ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

বুধবার  (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা শহরের চৌরাঙ্গী মোড়ে এ ব্লাক আউট ও প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

 

জেলা মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন রাজনৈতিক অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

মাগুরা জেলা প্রশাসন ড.আশরাফুল আলমের সভাপতিত্বে ব্লাক আউট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ড, জেলা পরিষদ চেয়ারম্যান আবু নাছির বাবলু।

এ অনুষ্ঠানে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও মোমবাতি জ্বালিয়ে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণ করা হয়। এ অনুষ্ঠানে সব শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।