ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
বরিশালে অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান

বরিশাল: বরিশালে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে এই অভিযান শুরু হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুজ্জামান জানান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তা অধিকারের বরিশালের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে বেশ কয়েকটি হাসপাতাল ও ল্যাবে অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় আব্দুল্লাহ হাসপাতালকে বৈধ কাগজপত্র না থাকায় ২৫ হাজার টাকা ও জমজম ক্লিনিককে সতর্ক করা হয়।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক অপূর্ব অধিকারী।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।