ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
নালিতাবাড়ীতে বিদেশি মদসহ কারবারি আটক আটক মাদক কারবারি।

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী থেকে ১শ বোতল বিদেশি মদসহ নবী হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রোববার রাতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পূর্ব সমচূড়া থেকে তাকে আটক করা হয়।

নবী হোসেন পাশের উপজেলা নকলার টালকি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আবু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ীর দুর্গম পাহাড়ি এলাকার পূর্ব সমচূড়া লিচু বাগান এলাকার জনৈক সবুজ মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় আমদানি নিষিদ্ধ ১শ বোতল বিদেশি মদসহ নবী হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সিমসহ একটি এ্যান্ড্রয়েড মোবাইল সেটও উদ্ধার করা হয়।

আসামিকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের পর মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।