ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুর সীমান্তে ৮ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
মেহেরপুর সীমান্তে ৮ কেজি গাঁজাসহ কারবারি আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র হাসুয়াসহ মো. সাইদার আল সোনা (৬৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে রংমহল বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৬/১-এস ধলার মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাইদার গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত শামসু উদ্দিনের ছেলে।

৪৭ বিজিবির (কুষ্টিয়া ব্যাটালিয়ন) গাংনী উপজেলার রংমহল বিওপির কমান্ডার হাবিলদার মো. ফজলার রহমানের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, একটি হাসুয়া, একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।