ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

সুবিধা বঞ্চিতদের মাঝে গ্রামীণ ইউনিক্লোর শীতবস্ত্র বিতরণ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
সুবিধা বঞ্চিতদের মাঝে গ্রামীণ ইউনিক্লোর শীতবস্ত্র বিতরণ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো সম্প্রতি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও গৃহহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। 

নয়াপল্টন, কমলাপুর রেল স্টেশন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, হাইকোর্ট ও সদরঘাট সংলগ্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  

জাপানের জনপ্রিয় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো সব সময়ই দেশের অসহায়-দুস্থ মানুষদের জন্য সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেই এসব কার্যক্রম পরিচালনা করে থাকে গ্রামীণ ইউনিক্লো।

গ্রামীণ ইউনিক্লোর মৌলিক তিনটি ব্যবসায়িক উদ্দেশ্যের একটি হচ্ছে দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ভূক্তভোগী অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।