ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে গ্রামীণ ইউনিক্লো 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৯, মে ২২, ২০১৮
ঈদে গ্রামীণ ইউনিক্লো  গ্রামীণ ইউনিক্লো

প্রতিটি উৎসব উদযাপনে পোশাক যোগ করে নতুন মাত্রা, ঠিক তেমনি ঈদের আনন্দ উদযাপনে প্রতিটি সবারই চাই নতুন পোশাক। 

ঈদকে আরও আনন্দময় করতে ও পোশাকের মাধ্যমে তা ফুটিয়ে তুলতে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে নানা ধরনের ক্যাজুয়াল এবং ট্রেডিশনাল পোশাকের সমাহার।  

রয়েছে পাঞ্জাবি, পাজামা, শার্ট, টি- শাট, পোলো- শাট, জিনস- প্যান্ট, চিনো - প্যান্ট ও মেয়েদের আর্কষণীয় ডিজাইনের কামিজ  ও ক্যাজুয়াল টপস।

 

এছাড়াও ছেলেদের বক্সার-ব্রিফস, ট্যাংক-টপ ও মেয়েদের পালাজ্জো, লেগিংস, ওমেন পেন্সিল প্যান্ট। আরামদায়ক ও ট্রেন্ডি এসব পোশাক পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে ।


এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লোর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রোশপিং মলসহ বর্তমানে বাংলাদেশে ১৫ টি শাখা রয়েছে।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।