ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে  ভালোবাসা দিবসে

ভালোবাসা দিবসে নতুন সাজে সেজেছে রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন। 

হোটেলের সবগুলো রেস্টুরেন্টে থাকছে বিশেষ খাবারের আয়োজন। টেবিলগুলো থরে থরে সাজানো হয়েছে লাল গোলাপ দিয়ে।

হোটেল সাবালাইমে থাকছে বিশেষ ডিনারের আয়োজন। আর সন্ধ্যায় থাকছে বিশেষ চমক। স্পাইস অ্যান্ড রাইসে বিভিন্ন খাবারের পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী মুঘল খাবার। পাশাপাশি পাবেন বিভিন্ন ধরনের গ্রিল আইটেম। টিপচ্যাট রেস্টুরেন্টটি আপনাকে বরণ করবে মিষ্টি দিয়ে। এখানে পাওয়া যাবে ভিন্ন স্বাদের মজাদার কেক।  

যারা বার্বিকিউ পার্টি পছন্দ করেন তাদের জন্য সেরা অপশন হতে পারে দ্য চেরি রেস্টুরেন্টটি।  

ভালোবাসা দিবসে এমন আয়োজনের অংশ হতে যোগাযোগ করুন: ০২-৯৮৩৪৫৫৫।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।